করোনা অতিমারির মধ্যে ভারতের রাজস্ব ঘাটতির পরিমাণ ১০ লক্ষ কোটি টাকা!
Odd বাংলা ডেস্ক: দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। এরই মধ্যে চতুর্থ দফার লকডাউনের পর আনলক-১ জারি করে শিথিল করা হয়েছে লকডাউনের নিয়মাবলী। আর এরই মধ্যে করোনাভাইরাস ভারতকে এক চরম পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। করোনা অতিমারির কারণে ভারতের রাজস্ব ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াতে পাড়ে ১০ লক্ষ কোটি টাকা!
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, ভারত সম্ভবত ১০ লক্ষ কোটি টাকা রাজস্ব ক্ষতির সম্মুখীন৷ পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছিল যে, কিছু কিছু রাজ্যের সরকারের কাছে মাসের বেতন দেওয়ার মতো টাকাই ছিল না৷ এস অ্যান্ড পি গ্লোবাস রেটিং-এর পূর্বাভাস, বর্তমান আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৫% কমছে৷ তাদের পূর্বাভাস অনুসারে, ভারতের জিডিপি বৃদ্ধির হার ২০২১-২২ আর্থিক বছরে হবে ৮.৫% এবং ২০২২-২৩ আর্থিক বছরে ৬.৫%৷
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২.৮ লক্ষ৷ মৃতের সংখ্যা ৮,১০২৷ এই পরিস্থিতিতে আর্থিক উন্নতি এবং স্বাস্থ্যের বিষয়টি কার্যত সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
Post a Comment