অন্যের গল্প চুরি করে তৈরি হয়েছে অমিতাভ বচ্চনের এই সিনেমা
Odd বাংলা ডেস্ক: আরও একবার কাহিনি চুরি করার অভিযোগ উঠেছে বলিউডের নামি পরিচালক সুজিত সরকার ও চিত্রনাট্যকার জুহি চতুর্বেদীর বিরুদ্ধে। তাদের নতুন ছবি ‘গুলাবো সিতাবো’ স্ট্রিমিং সাইটে মুক্তির কয়েক দিন আগে এলো নতুন অভিযোগ।
এর আগে ‘অক্টোবর’ মুক্তির পর মারাঠি ছবির গল্প চুরির অভিযোগ উঠে। এবার ‘গুলাবো সিতাবো’ নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক রাজীব আগারওয়ালের ছেলে আকিরা আগারওয়াল।
বাবার লেখা কাহিনি চুরি করে জুহি ‘গুলাবো সিতাবো’র স্ক্রিপ্ট লিখেছেন বলে উল্লেখ করেন আকিরা। রাজীব বর্তমানে জীবিত নেই। ছেলের বক্তব্য, একটি প্রতিযোগিতায় তার বাবা ওই গল্পটি দিয়েছিলেন, যেখানে বিচারক ছিলেন জুহি।
কাহিনিকার ও নির্মাতা দুজনেই গল্প চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাদের পিআর টিম এক বিবৃতিতে উল্লেখ করে, ‘‘এই অভিযোগ একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। এটা অপমান করার জন্য করা হয়েছে। আমরা যথাসময়ে উপযুক্ত প্রমাণ পেশ করব।’’
এ দিকে জুহি বলেন, “গুলাবো সিতাবো আমার নিজের লেখা ও তার জন্য আমি যথেষ্ট গর্বিত। আমার বিবেকের কাছেও আমি পরিষ্কার। ২০১৭ সালেই এই ছবির আইডিয়া প্রধান অভিনেতা ও পরিচালকের সঙ্গে শেয়ার করেছিলাম। পরবর্তীতে ২০১৮ সালের মে মাসে ছবিটির কনসেপ্ট নোটও আমি নিবন্ধন করি। একইসঙ্গে সিনেস্তান প্রতিযোগিতার জুরি সদস্য হিসাবে আমার আচরণের জল্পনাও অবশ্যই স্পষ্ট করতে হবে। কারণ সিনেস্তানের সমস্ত জুড়ি মেম্বার এবং অন্যান্যরা সবাই মিলেই স্ক্রিপ্ট চূড়ান্ত করেন। এমনকি স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনও এই স্ক্রিপ্ট নিয়ে আমাকে সমর্থন করেছে।” তার পক্ষে এগিয়ে এসেছেন অন্য সহকর্মীরাও।
শুক্রবার আমাজন প্রাইমে অনলাইন প্রিমিয়ার হচ্ছে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’র। এর মধ্যে একাধিক বিতর্কে জড়িয়েছে ছবিটি। প্রথমে পরিবেশকরা টাকা ফেরতের দাবি জানান। তারপর আয়ুষ্মান ছবির প্রচারে থাকবেন না এমন খবর শোনা যায়। এখন আবার কাহিনি চুরির অভিযোগ। আর বারবার এমন অভিযোগ নিশ্চিতভাবে সুজিত-জুহির ভাবমূর্তিতে দাগ ফেলছে।
Post a Comment