কালসর্প তুচ্ছ! এই যোগে আরও বেশি বিপদ, জানাচ্ছে ভারতীয় জ্যোতিষ
Odd বাংলা ডেস্ক: ভারতীয় জ্যোতিষে যে ক’টি অনিষ্টকর যোগের কথা বলা হয়েছে, কালসর্পই তাদের মধ্যে সব থেকে বেশি পরিচিত। কিন্তু এই যোগটি ছাড়াও আরও বেশ কিছু জটিল যোগের কথা সনাতন জ্যোতিষ জানায়, যারা কালসর্পের থেকে কম ভয়াবহ নয়। অনেক সময়ে এরা কালসর্পের থেকেও অধিক বিপদ ডেকে আনতে পারে মানব জীবনে।
এই যোগ বা ‘দোষ’গুলির মধ্যে অন্যতম হল ‘কেমদ্রুম যোগ’। এই যোগের কথা প্রথম বলেন জ্যোতিষাচার্য বরাহমিহির। তাঁর মতে, কারোর জন্মকুণ্ডলীতে চন্দ্রের দুই পাশের ঘরে যদি কোনও গ্রহ না থাকে, অর্থাৎ সেই ঘর দু’টি যদি শূন্য থাকে, তা হলে জাতকের কেমদ্রুম যোগ রয়েছে ধরতে হবে।
কেমদ্রুম দোষের লক্ষণগুলি নিম্নরূপ—
• জাতক জীবনের সব অর্জন এক সময়ে হারাতে বাধ্য হয়।
• শেষ বয়সে গিয়ে নিকটজনের কাছে আর্থিক প্রতারণার শিকার হতে হয়।
• জাতক অনেক সময়েই নিম্নমতির মানুষ হয়ে পড়েন।
• প্রতারণা ও প্রবঞ্চনাকে জীবিকা হিসেবে গ্রহণ করতে জাতক অনেক ক্ষেত্রেই বাধ্য হন।
• উপরোক্ত কারণে জীবন ক্রমশ হীন থেকে হীনতর হয়ে উঠতে শুরু করে।
তবে কেমদ্রুম যোগ কাটে অতি সহজেই। চন্দ্রের পাশের দ্বিতীয় দ্বাদশ ঘরে কোনও গ্রহ অবস্থান করতে শুরু করলেই এই দোষ মুক্ত হয়। এর বাইরে কিছু ক্রিয়া কেমদ্রুম থেকে মুক্তি দেয় বলে জানায় ভারতীয় জ্যোতিষ। এগুলি—
• টানা চার বছর পূর্ণিমার দিন উপবাস করতে হবে। প্রথম উপবাসটি করতে হবে সোমবার পড়েছে এমন এক পূর্ণিমায়।
• প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ প্রদান করতে হবে।
• বাড়িতে একটি দক্ষিণাবর্ত শঙ্খ রাখলে শুভ ফল পাওয়া যায়।
• মুক্তাখচিত শ্রীযন্ত্র ধারণ করলেও কেমদ্রুম দূর হয়।
Post a Comment