আত্মহত্যা নয় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সুশান্তকে, কেন এমন বিস্ফোরক দাবি করলেন কঙ্গনা


Odd বাংলা ডেস্ক: ৩৪ বছরে থেমে গেল একটা সম্ভাবনাময় প্রতিভা। ১৪ জুন নিজের মুম্বইয়ের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুসান্ত সিং রাজপুতের দেহ। তাঁর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে একাধিক রহস্য। মানসিক অবসাদ, প্রেমিকার সঙ্গে মনমালিন্য-এইরকম একাধিক বিষয় উঠে আসছে। কিন্তু 'আত্মহত্যা করেননি সুশান্ত, পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁকে'-এদিন এমনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। সুশান্তের মৃত্যুর জন্য আক্ষরিক অর্থে বলিউডকে দায়ি করলেন কঙ্গনা। 

কঙ্গনার অভিযোগ, বলিউডের স্বজন-পোষণ নীতিই সুশান্তকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। 'এম এস ধোনি, দ্যা আনটোল্ড স্টোরি', 'কাই পো চে', 'ছিছোড়ে'-মতো ছবিতে অভিনয় করেও বলিউড স্বীকৃতি দেয়নি বলে অভিযোগ ছুঁড়ে দিলেন কঙ্গনা। বলিউডের স্বজনপোষণকারীরাই তাঁকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন। 


এগিন নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায় দু’মিনিটের একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা জানিয়েছেন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়েছে। এর মধ্যেও অনেকে অন্য যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। বলা হচ্ছে, মানসিক ভাবে দুর্বল ব্যক্তিরাই অবসাদে ভোগেন এবং আত্মহত্যা করেন। কিন্তু যে ছেলে স্ট্যানফোর্ডের স্কলারশিপ পেয়েছে, ইঞ্জিনিয়ারিং-এ এন্ট্রান্স পরীক্ষায় যে র‌্যাঙ্ক করেছে, সেই ছেলের মাথা দুর্বল হয় কী করে?

কঙ্গনা আরও বলেন, তাঁর প্রথম ছবি কাই পো চে-র জন্য তাঁকে কোনও স্বীকৃতিই দেওয়া হয়নি। 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'কেদারনাথ', 'ছিছোড়ে'-এর মতো ছবির জন্য কোনও স্বীকৃতি পাননি। 'গাল্লি বয়'-এর মতো 'খারাপ' একটা ছবিকে এত পুরস্কার দেওয়া হল কিন্তু 'ছিছোড়ে'-কে দেওয়া হল না কেন? তিনি আরও বলেন, শুধুমাত্র প্রতিভা নিয়ে ইন্ডাস্ট্রিতে সকলের নজর কেড়েছিলেন সুশান্ত, আর সেটাই হয়তো সহ্য হয়নি বলিউডের প্রভাবশালীদের- এমনটাও অভিযোগ করেন কঙ্গনা। 
Blogger দ্বারা পরিচালিত.