একদিকে ভারত-চিন সম্পর্ক তলানিতে, তার মধ্যেই আবার কিমের তরফে হুঁশিয়ারি
Odd বাংলা ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠেছে দুই কোরিয়াকে বিভক্তকারী সামরিকায়নমুক্ত অঞ্চলে ৩৮ ডিগ্রি অক্ষরেখা। দক্ষিণ থেকে উত্তরে বেলুন ও লিফলেট পাঠানোকে কেন্দ্র করে নতুন করে যুদ্ধ উত্তেজনার সৃষ্টি হয়েছে। সীমান্ত পরিস্থিতি আরো উত্তপ্ত করে মঙ্গলবার একটি আন্তঃকোরিয়ান লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দিয়েছে কিম জং উনের সেনারা।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এই সীমান্ত রেখাটিতে মোতায়েন রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সেনা। এখানে দু'দেশের প্রায় ১০ লাখ সেনা সদস্য মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ানহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার 'কায়সং ইন্ডাস্ট্রিয়াল পার্ক'-এর কাছাকাছি একটি লিয়াজোঁ অফিসে বিস্ফোরণ ঘটিয়েছে কিম জং উনের সেনারা। এদিন সকালে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকাটি। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।
উল্লেখ্য, সিওলের সঙ্গে যৌথ উদ্যোগে এই লিয়াজোঁ অফিসটি বানিয়েছিল পিয়ংইয়ং। দু'দেশের মধ্যে নানা বিষয়ে আলোচনার জন্য সীমান্তে এই লিয়াজোঁ অফিসটি তৈরি করা হয়েছিল। এটিকে গুঁড়িয়ে দিয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল উত্তর কোরিয়া।
Post a Comment