মহাপ্রভূ শ্রী জগন্নাথের এমন রূপ হল কীভাবে? জানুন সেই কাহিনি


Odd বাংলা ডেস্ক: মহাপ্রভূ জগন্নাথদেব ভক্তের ভগবান। ভক্তের মনোস্কামণা পূরণ করেন তিনি। কিন্তু কখনও কি ভেবে দেখেন জগন্নাথ দেবের এমন রূপ কেন? কোন লীলায় এমন রূপ ধারণ করেছিলেন জগন্নাথদেব? নিশ্চয় খুব জানতে ইচ্ছে করছে। 

কুরুক্ষেত্র যুদ্ধে যদুবংশ ধ্বংস হয়ে গেল। পাখি ভেবে এক ব্যাধ পায়ে তীর মেরে গাছে বসা কৃষ্ণকে বধ করে ফেলল। নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় দগ্ধ হয়ে তাঁর পায়েই লুটিয়ে পড়ল সে। তার আকুল প্রার্থনায় বর দিলেন ভগবান। 'নীলগিরি যাও। সেখানেই আমি পুজো নেব তোমার।' এদিকে কৃষ্ণ শোকে আত্মহত্যা করলেন ভাই বলরাম ও ভগিনী শুভদ্রা। তিন জনকে দাহ করলেন কৃষ্ণসখা অর্জুন। তিন জনেরই দেহ পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু কারও নাভি কুণ্ডলী পুড়ল না। অর্জুন সেগুলিকে সংগ্রহ করে সাগরে ভাসিয়ে দিলেন। যা তিন খন্ড কাষ্ঠ হয়ে ভেসে চলল পুরীর দিকে। 


কৃষ্ণের ইচ্ছায় ব্যাধ বঙ্গোপসাগরের তীরে নীলগিরির জঙ্গলে কুঁড়ে ঘর তৈরি করে বাস করছিলেন। তিনি কৃষ্ণের আবির্ভাবের প্রতীক্ষায় ছিলেন। এমন সময় তিনটি কাঠ এসে লাগল তীরের কাছে। ব্যাধ বুঝল এ তো কাঠ নয় পাঁজরের হাড়। তিনি এই ৩টি কাঠকেই সংস্কার করে পুজো করেছিলেন। সেই থেকেই মহাপ্রভূ জগন্নাথের এই রূপ।
Blogger দ্বারা পরিচালিত.