দিনের বেলায় আকস্মিক অন্ধকার,২১ জুন বছরের প্রথম বলয়গ্রাস গ্রহণের সাক্ষী থাকবেন আপনারা
Odd বাংলা ডেস্ক: আগামী ২১ জুন বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন আপনারা। তব এটি কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়। আবার একে আংশিক সূর্যগ্রহণও বলা চলে না। বিশেষজ্ঞা জানিয়েছেন বছরের প্রথম সূর্যগ্রহণটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এর আগে শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণটি দৃশ্যমান হয়েছিল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর।
ইংরেজিতে এটি অ্যানুয়াল সোলার এক্লিপস নামে পরিচিত। জানা গিয়েছে উত্তর ভারত থেকে এই সূর্যগ্রহণ ভালভাবে দৃশ্যমান হবে। এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও আফ্রিকা, ভারত মহাসাগরীয় অঞ্চল, প্রসান্ত মহাসাগরীয় অঞ্চল এমনকি ইওরোপ এবং অস্ট্রেলিয়া থেকেও দৃশ্যমান হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ।
জেনে নিন বলয়গ্রাস সূর্যগ্রহণে সময় ও তারিখ- ভারতে ২১ জুন সকাল ৯.১৫ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ, শেষ হবে বিকেল ৩.০৪ মিনিটে। পরিপূর্ণ গ্রহণ দেখা যাবে সকাল ১০.১৭ মিনিট থেকে বেলা ২.০২ মিনিট পর্যন্ত।
কীভাবে দেখবেন বলয়গ্রাস গ্রহণ?- খালি চোখে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা একেবারেই নিরাপদ নয়। এর জন্য বিশেষ আই প্রোটেকশন গিয়ার পরাটা আবশ্যিক। এছাড়া পিনহোল প্রজেক্টর দিয়ে সাদা দেওয়াল বা কাপড়ে গ্রহণের ছায়া ফেলে সেটাও দেখতে পারেন।
বলয়গ্রাস সূর্যগ্রহণ কী?
গ্রহণের সময় আকাশে অমাবস্যার চাঁদ সূর্যকে মাঝখান থেকে ঢেকে ফেলে, তখন চারপাশ থেকে একটা আগুনের আংটি দেখা যায়, যা রিং অব ফায়ার নামে পরিচিত। এক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে এর দূরবর্তী বিন্দুর কাছাকাছি অবস্থান করে। এই সময় চাঁদ, পৃথিবী ও সূর্য প্রায় সরলরেখায় অবস্থান করে।
Post a Comment