ঘরবন্দি জীবনে পেয়ে যান কলকাতার স্ট্রিট ফুডের স্বাদ, দেখে নিন ডালের পকোড়ার সহজ রেসিপি


Odd বাংলা ডেস্ক: লকডাউনের কারণে অনেকদিন ঘরবন্দি। কলকাতার স্ট্রিটফুডের স্বাদ নিশ্চয় অনেকে ভুলেই গিয়েছেন। কিন্তু চিন্তা নেই, বাড়িতেই বানিয়ে নিতে পারেন কলকাতার বিখ্যাত ডালের পকোড়া। 

বানাতে যা যা লাগবে-

  • মটর ডাল- আধ কাপ
  • হলুদ গুঁড়ো ১/৪ চা-চামচ
  • আদা ও কাঁচা লঙ্কা বাটা- ১ চা চামচ
  • লাল লঙ্কা গুঁড়ো- স্বাদমতো
  • ভাজা জিরে গুঁড়ো- ১ চা চামচ
  • হিং-১/৪ চা চামচ
  • নুন-স্বাদমতো

প্রণালী- 

  • প্রথমে দুরকম ডাল একসঙ্গে মিশিয়ে ভাল করে ধুয়ে নিন।
  • তারপর তা জলে ভিজিয়ে রাখুন ২-৩ ঘণ্টা বা তার বেশিও রাখতে পারেন। এবার ডালটা ছেঁকে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। 
  • পেস্ট করার সময়ে মিক্সিতে দিন শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং হিং এবং সবশেষ দিন আদা-কাঁচা লঙ্কার পেস্ট।
  • ডাল কিন্তু মিক্সিতে পুরো মিহি পেস্ট করবেন না। কিছু ভাঙা ভাঙা ডাল রেখে পেস্ট করবেন। এতে পকোড়ার স্বাদ আরও ভাল হবে।
  • এবার ছোট ছোট বড়ার আকারে গড়ে মাঝারি আঁচে বড়াগুলি ডিপ ফ্রাই করে নিন। 
  • গরম গরম পরিবেশন করুন পুদিনার চাটনির সঙ্গে। 
Blogger দ্বারা পরিচালিত.