চিনের রক্তচক্ষু উপেক্ষা করেই লাদাখে সেতু নির্মাণের কাজ শেষ করল ভারতীয় সেনা
Odd বাংলা ডেস্ক: চিনের তরফে প্রবল আপত্তি ও বাধা সত্ত্বেও বৃহস্পতিবাপ পূর্ব লাদাখের গালওয়ান নদীর ওপর ৬০ মিটার লম্বা সেতু নির্মাণের কাজ সম্পন্ন করলেন ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা। গত কয়েকদিনে গালওয়ানে ভারত-চিন সীমান্তে যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যে সংঘর্ষ চলছিল, তার মধ্যেও কিন্তু এই ব্রিজ তৈরির কাজ বন্ধ করেনি ভারতীয় সেনাবাহিনী। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে উত্তেজনার কারণই কিন্তু এই সেতু নির্মাণ।
এদিন এই সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অঞ্চলে নিজেদের ঘাঁটি আরও পোক্ত করে নিল ভারতীয় সেনাবাহিনী। আর এই নিয়েই সংঘর্ষে হয়েছিল চিনের পিপলস লিবারেশন আর্মি। এ নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, এই সেতুর সাহায্যে বরফঠান্ডা গালওয়ান নদী পারাপার করায়া ভারতীয় সেনা এবং দেশের সামরিক যানবাহনের পক্ষে অনেক সহজ হবে৷ পাশাপাশি দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত ২৫৫ কিলোমিটার দীর্ঘ রাস্তার ওপর নজরদারি চালানো সহজ হবে ভারতীয় সেনার পক্ষে৷ তবে ভারতীয় সেনার সেতুটি নির্মাণের সিদ্ধান্তকে লাগাতার অনুৎসাহিত করে গিয়েছিল চিন। কিন্তু দু-দেশের মধ্যে এই চাপানউতোরের মধ্যেই সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা শেষ করলেন এই সেতু নির্মাণের কাজ।
সেতুর কৌশলগত অবস্থান
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নির্মিত চার-স্প্যানের সেতুটি শ্যোক নদী-গালওয়ান সঙ্গমের তিন কিলোমিটার পূর্বে এবং সর্বশেষ ফ্ল্যাশপয়েন্ট-পিপি১৪ বেইলি ব্রিজের আরও ২ কিলোমিটার পূর্বে অবস্থিত। পেট্রোলিং পয়েন্ট ১৪-এ গত ১৫ জুন দুই সেনাবাহিনীর মধ্যে রক্তাক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল। সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্তার কথায়, ওইদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর তাঁরা সেতু নির্মাণের কাজ বন্ধ করেননি।
Post a Comment