পরিযায়ী যাতায়াতে বাড়ছে সংক্রমণ, রাজ্যে ৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউন


Odd বাংলা ডেস্ক: রাজ্যে ১৫ তারিখ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ সেই লকডাউনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হল। যদিও সারা দেশ জুড়ে আগে থেকেই পঞ্চম দফার লকডাউন ৩০ জুন পর্যন্তই বর্ধিত করা হয়েছিল। 

তবে এবার রাজ্যেও ওই একই দিন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, মানুষের যাতায়াতেই বাড়ছে করোনা, আর তা বাড়বেও। পরোক্ষে পরিযায়ীদের যাতায়াত বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের মাত্রা বেড়েছে। তিনি আরও বলেন, অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা এ রাজ্য ছেড়ে যেতে চাইছেন না। 

প্রসঙ্গত, আজ থেকে আরও এক প্রস্থ শিথিল করা হল লকডাউন। আনলক-১ পর্যায়ে আজ থেকে খুলে দেছে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস। খুলে দেওয়া হয়েছে শপিং মল, রেস্তোরাঁ এবং ধর্মীয় স্থানও। কেন্দ্রীয় সরকারের তরফে বেঁধে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশিকাও। 
Blogger দ্বারা পরিচালিত.