মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে আজ থেকে আবার লাগু লকডাউন



Odd বাংলা ডেস্ক: চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার একদিন আগেই নয়া ঘোষণা ৷ Unlock 1.0, শুরু হল লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, দেশ জুড়ে ৩০ জুন পর্যন্ত চলবে লকডাউন, তবে তা শুধু কন্টেইনমেন্ট জোনের ক্ষেত্রেই জারি থাকবে ৷ অতএব মুর্শিদাবাদ জেলার এই এলাকাগুলিতে জারি থাকবে লকডাউন।

ডোমকল মিউনিসিপালিটি
ওয়ার্ড নম্বর ১,২,৩,৪

নবগ্রাম 
নতুনগ্রাম , গুড়াপশলা
খাজুরিয়া 
বেলল
পূর্বগ্রাম ও জারুলিয়া 

Blogger দ্বারা পরিচালিত.