হাতিটি দেখল মানুষটা ডুবে যাচ্ছে, প্রাণ বাঁচাতে ঝাঁপ দিল খরস্রোতা নদীতে, আর মানুষ ওদের খুন করছে



Odd বাংলা ডেস্ক: লকডাউনে প্রকৃতি মানুষকে বুঝিয়ে দিয়েছে, যে তোমরা না থাকলেও এই পৃথিবীর কিছুই যায় আসবে না। এই ধরুন গোটা লকডাউনে আপনি ঘরে বন্দি থাকলেন। কিন্তু পাখি ঠিকই আকাশে উড়েছে. হরিণ ঠিকই জঙ্গলে দৌড়ে বেরিয়েছে। শুধু আপনি ছিলেন ঘরে বন্দি। তাতে কি ওদের কোনও অসুবিধা হয়েছে? 

 

বরং ওদের অসুবিধা হল যেদিন আপনি মুক্তি পেলেন লকডাউন থেকে। আমরা মানুষরা একটা হাতিকে মেরে ফেললাম। একটা গর্ভবতী হাতি। একটা নয় দুটো প্রাণকে শেষ করে দিলাম আমরা। অথচ ওদের দেখুন। এই ভিডিওতে হস্তিশাবকটি মনে করেছে মানুষটা ডুবে যাচ্ছে। তাই সে কী করল দেখুন একবার। 
Blogger দ্বারা পরিচালিত.