মধ্যবিত্তের ওপর ফের আঘাত, একধাক্কায় বাড়ল গ্যাসের দাম, দেখুন তালিকা


Odd বাংলা ডেস্ক: এমনিতেই করোনা আতঙ্কে জর্জরিত মধ্যবিত্তের জীবন। অনেকেই এপ্রিল মাসের মাইনে পাননি, অনেক কোম্পানি জানিয়ে দিয়েছে মে মাসের পুরো মাইনে দিতে পারবে না। এরই মধ্যে আরও এক বড় আঘাত নেমে এল মধ্যবিত্তের জীবনে। একধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ৩২ টাকা। এর ফলে কলকাতায় রান্নার গ্যাসের বেড়ে গিয়ে হল ৬১৬ টাকা। 

তবে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার গ্যাসে এর কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। কলকাতার চেয়ে সিলিন্ডারের দাম অনেকটাই কম বাড়ছে দিল্লিতে৷ দিল্লিতে প্রতি ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ১১.৫০ টাকা করে৷ মুম্বইয়ে দাম বাড়ল ১১ টাকা৷ চেন্নাইয়ে সর্বাধিক ৩৭ টাকা৷


lpg-cylinder-price-increased-check-the-rate-here
Blogger দ্বারা পরিচালিত.