করোনার হানা এবার মদন মিত্রের বাড়িতেও, নিজেকে আইসোলেট করে রাখলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণের জের এবার তৃণমূল নেতামদন মিত্রের বাড়িতে। তাঁর বাড়ির পরিচারিকার করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। রবিবার তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আর এরপর থেকেই তাঁর কামারহাটির বাড়িতে হোম আইসোলেশনে চলে যান মদন মিত্র। যদিও এখনও পর্যন্ত তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই বলেই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী।
তবে আইসোলেশনে থেকেও মদন মিত্র ফেসবুক লাইভ করছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর লাইভ ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন তাঁর অনুগামীরা। অনেকে নিছকই মজার ছলেও নেন গোটা বিষয়টি। আর তাই হোম কোয়ারেন্টাইনে থেকেও নিয়মিত ফেসবুক লাইভ ভিডিও করবেন বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি এদিন দলীয় কর্মীদের তিনি বার্তা দিয়েছেন যে, চিন্তার কোনও কারণ নেই। আপাতত সুস্থই রয়েছেন তিনি। তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই। কিন্তু তাও বাড়তি সতর্কতার জন্য নিজেকে আইসোলেট করে রেখেছেন তিনি। তবে বাড়িতে থেকেই দলের কাজ করে যাবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা।
Post a Comment