মদ ভেবে ভুল করে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলায় মৃত্যু হল কয়েদির
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধে যে হ্যান্ড স্যানিটাইজার এখন বিশ্ববাসীর কাছে সঞ্জীবনী শক্তি, সেই স্যানিটাইজারই প্রাণ কেড়ে নিলো এক কয়েদির। মদ ভেবে ভুল করে স্যানিটাইজার খেয়ে ফেলায় মৃত্যু হয়েছে তার। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। সেখানকার রিবণ জেলে এক ব্যক্তিকে এই পরিণতির শিকার হতে হয়েছে। সংবাদমাধ্যম জানায়, ওই ব্যক্তি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরেরদিন সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক কর্মকর্তা জানান, সরকারের নির্দেশে এখন জেলের মধ্যে কয়েদিদের দিয়ে স্যানিটাইজার বানানো হচ্ছে। করোনা মোকাবিলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এটি তৈরিতে রাবিং অ্যালকোহলও ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে এক জেল আধিকারিক বলেন, ‘জেলেই হ্যান্ড স্যনিটাইজার বানাচ্ছিল কয়েদিরা। সেটাতেই অ্যালকোহলের গন্ধ পেয়ে সে সেটা খেয়েছিল বলে আমাদের প্রাথমিক অনুমান। আর এর জেরেই তার মৃত্যু হয়েছে।’
তার মরদেহ ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের আক্রমণে কাঁপছে। করোনা রুখতে জনসাধারণকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেজন্য বিশ্বের বিভিন্ন দেশ বাড়তি স্যানিটাইজার উৎপাদনের দিকে নজর দিয়েছে। এর মধ্যেই এই ঘটনা ব্রাজিলের কর্তৃপক্ষকে আরও সাবধান করে দিয়েছে।
Post a Comment