প্রচণ্ড শব্দে বাতকর্ম করায় জরিমানা ৫০০ ইউরো
Odd বাংলা ডেস্ক: প্রচণ্ড শব্দে বায়ু ত্যাগ করায় অস্ট্রিয়ায় এক ব্যক্তিকে ৫০০ ইউরো জরিমানা করেছে পুলিশ। ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাজটি করায় এই জরিমানা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
024 নামে একটি অনলাইন সংবাদমাধ্যমকে ওই ব্যক্তি ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ করেছেন, ৫ জুন এই ঘটনা ঘটেছে। পুলিশেরএই জরিমানা ধার্য্য করা সামঞ্জস্যহীন ও অন্যায়।
টুইটারে ব্যাপক সমালোচনার পর পুলিশ বলেছে, ‘কেউ যদি দুর্ঘটনাক্রমে বের করে ফেলেন তাকে ধরার জন্য অবশ্যই কাউকে ঘটনাস্থলে রাখা হয় না।’
পুলিশ জানায়, এই ক্ষেত্রে ওই তরুণ ছিল ‘বিরক্তিকর ও অসহযোগিতাপূর্ণ। সে বেঞ্চ থেকে নিচের পশ্চাৎদেশ কিছুটা উঁচু করে ওই কমকর্তার দিকে তাকিয়ে ও প্রকাশ্যে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে একেবারে কাছাকাছি প্রচণ্ড শব্দে বায়ু ত্যাগ করে।’
ওই তরুণ চাইলে আইনি প্রক্রিয়ায় এই জরিমানার আদেশকে চ্যালেঞ্জ করতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
Post a Comment