লকডাউন উঠতেই গুজরাটের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৩৭ শ্রমিক
Odd বাংলা ডেস্ক: গুজরাটে এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়েছে আরও ৩২ জন। বুধবার রাজ্যের ভারুচ জেলায় দায়েজ বিশেষ অর্থনৈতিক জোনে (ডিইজেড) এ ঘটনা ঘটেছে।কর্মকর্তারা জানিয়েছেন, যশশ্বি রসায়ন প্রাইভেট লিমিটেড নামের ওই কারখানাটিতে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। কারখানার গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে।
Gujarat: Many workers injured in a blast at Yashashvi Rasayan Private Limited in Dahej Industrial Estate of Bharuch district. More details awaited. pic.twitter.com/Ldg2TLOUlr— ANI (@ANI) June 3, 2020
Post a Comment