অবশেষে কেরলে প্রবেশ করল বর্ষা, প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস


Odd বাংলা ডেস্ক: অবশেষে স্বস্তি ভারতে প্রবেশ করল বর্ষা। ভারতের মৌসম ভবন জানিয়েছে, আজ ১ জুন কেরলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। আবহাওয়া বিভাগের মহা পরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, কেরলে প্রবেশ করে গিয়েছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু, আর এই বাতাসের ওপর ভর করেই বর্ষা প্রবেশ করে দেশে। 

ভারতের মতো দেশে অর্থনীতি কৃষিনির্ভর, যা অনেকাংশেই এই বর্ষার জলের ওপরেই নির্ভরশীল। সেইমতো জুনেপ প্রথম সপ্তাহে কেরলের দক্ষিমে প্রবেশ করে মৌসুমী বায়ু সেপ্টেম্বর নাগাদ রাজস্থান থেকে ফিরে যেতে থাকে। জুন থেকে সেপ্টেম্বর পর্যস্ত এদেশে বর্ষাকালে ৭৫ শতাংশ বৃষ্টিপাত হয়ে থাকে। 

প্রসঙ্গত, গত ১৫ মে নাগাদ আবহাওয়া দফতর জানিয়েছিল এবার দেশে বর্ষা দিন চারেক পিছিয়ে যেতে পারে। কেরলে বর্ষার প্রবেশ হতে পারে ৫ জুন। কিন্তু তার আগেই কেরলে প্রবেশ করল বর্ষা। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
Blogger দ্বারা পরিচালিত.