চিনের করোনা আতুঁড়ঘর উহানকে ছাপিয়ে গেল একা মুম্বই! আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ছাড়াল
Odd বাংলা ডেস্ক: দেশের আর্থিক-শিল্প এবং বিনোদন রাজধানী মুম্বই শহরে করোনা আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। যা করোনার আঁতুড়ঘর চিনের উহান থেকে ৭০০ বেশি। উহানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫০,৩৩৩ এবং এখনও পর্যন্ত সেখানে মারা গিয়েছেন ৩৮৬৯ জন।
সারা ভারতের মধ্যে সর্বাধিক করোনা বিধ্বস্থ রাজ্য মহারাষ্ট্র। সারা দেশের মধ্যে কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে! যা ছাপিয়ে গিয়েছে চিনের মোট করোনার আক্রান্তের সংখ্যাকে। চিনে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ হাজারের কিছু বেশি। মহারাষ্ট্রে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৭৮৭। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠছেন ৪২ হাজার ৬৩৮ জন।
সারা দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন, যার মধ্যে কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৫৯। পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১২০ জন, যার ফলে কেবল মহারাষ্ট্রেই মৃতের সংখ্যা বেড়ে হল ৩ হাজার ২৮৯। এর মধ্যে কেবল মুম্বইতেই মারা গিয়েছেন ১ হাজার ৭৬০ জন!
প্রসঙ্গত, গতকাল থেকে সেখানে বেসরকারী অফিসগুলি ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করেছে। বাধ্যতামূলক সামাজিক দূরত্ব বিধি পালন এবং সুরক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী মেনে বৈদ্যুৎকর্মী, কীটপতঙ্গ নিয়ন্ত্রণক্রমী এবং প্রযুক্তিবিদদের মতো কর্মীদের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।
Post a Comment