শাবিনা থেকে হয়েছেন নন্দিনী, ভালবাসায় হিন্দু ধর্মগ্রহণ করে দিব্যি আছেন তিনি



Odd বাংলা ডেস্ক: বিয়ের আগের নাম ছিল শাবিনা। আজ সেই শাবিনা হয়েছেন নন্দিনী মুরলিধরন। কেরলের বাসিন্দা শাবিনা প্রেমিক গোপাল মুরলিধরনের হাত ধরে বাড়ি ছেড়ে ছিলেন। গ্রামের কেউ তাদের সমর্থন করেনি। কিন্তু থেমে থাকেনি শাবিনা। গোপাল একবারের জন্যেও তাকে ধর্মান্তরিত হওয়ার জন্য জোর করেনি। কিন্তু নন্দিনী নিজেই আজ হিন্দু ধর্মগ্রহণ করেছেন। 

তাঁর ভাষায়, নিন্দুকেরা নাকি বলে হিন্দুধর্ম গ্রহণ করা যায় না। জন্ম থেকেই হিন্দু হতে হয়। কিন্তু নন্দিনী সেই সব মানতে নারাজ। সে দিব্যি আছে। কিন্তু তাই বলে নিজের ধর্ম ছেড়ে দেয়নি সে। এই তো রমজান মাসে বেশ কয়েকটা রোজা রেখেছিল। ঈদের দিন নামাজ পড়ে গরীবদের খাইয়েছে নিজের বাড়িতে। ওদের ঘরে দুটোই হয়। পুজোও হয় আবার নামাজও হয়। নন্দিনী বলুন বা শাবিনা ওর তাতে কোনও যায় আসে না। মানবতার পথ্যে ও দিব্যি এগিয়ে চলেছে। 

তথ্যসূত্র: মনোরমা
Blogger দ্বারা পরিচালিত.