লাদাখ পরিস্থিতি পর্যালোচনায় সর্বদলীয় বৈঠকের ডাক মোদীর, অবশেষে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: লাদাখ পরিস্থিতি পর্যালোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল ৫টা নাগাদ অনুষ্ঠিত হবে এই সর্বদলীয় বৈঠক। একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে এই কথা। বুধবার পিএমও-র তরফে টুইট করে বলা হয়েছে, 'ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ জুন বিকেল ৫টা নাগাদ সর্বদলীয় বৈঠক ডেকেছেন। ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা।'


লাদাখের গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ২০ জন সদস্য। এই খবর প্রকাশ্যে আসার প্রায় চব্বিশ ২৪ ঘণ্টা পরে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শোকবার্তা প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী টুইটে লিখেছেন, 'গালওয়ানের সংঘর্ষে যে সেনাদের আমরা হারালাম তা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের সেনারা অসাধারণ সাহসের পরিচয় দিয়েছেন। নিজেদের কর্তব্যে অবিচল থেকে প্রাণ বিসর্জন করেছেন তাঁরা।'

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রথমে ২ মিনিটের নীরবতা পালন করেন তিনি। এরপর লাদাখে শহিদ জওয়ানদর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই নিজের বক্তব্য রাখেন মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'মারতে মারতে শহিদ হয়েছেন ভারতীয় জওয়ানরা। সারা দেশ তাঁদের জন্য গর্বিত। আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না।' এখানেই শেষ নয় চিনের বিরুদ্ধে হুঁশিয়ার দিয়ে মোদী বলেন, 'ভারত শান্তিপ্রিয় দেশ তবে, যদি কেউ উস্কানি দেয় তাহলে আমরা তার জবাব দিতে জানি।'
Blogger দ্বারা পরিচালিত.