ভারতকে গুরুত্ব না দিয়ে নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষেও নতুন মানচিত্রের অনুমোদন



Odd বাংলা ডেস্ক: ভারতের আপত্তি উড়িয়ে এবার নেপাল পার্লামেন্টের উচ্চকক্ষেও পাস হল দেশটির নতুন মানচিত্র অনুমোদন বিল। এই সংবিধান সংশোধনী বিলে পার্লামেন্টের সিলমোহর দিয়ে এ বার আন্তর্জাতিক মঞ্চে ভারতের দাবি করা এলাকা লিপুলেখ গিরিপথ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের বলে ঘোষণা দিলো নেপাল। নেপাল পার্লামেন্ট সচিবালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, পার্লামেন্টের উচ্চকক্ষে ৫৯ সদস্যের মধ্যে ৫৭ জন ভোটাভুটির সময় হাজির ছিলেন। তাদের সবাই বিলের পক্ষে ভোট দিয়েছেন। এর আগে, গত শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভার ভোটাভুটির সময়ও উপস্থিত ২৫৮ জন সদস্যের সবাই নতুন মানচিত্র অনুমোদনের বিল সমর্থন করেছিলেন। গত ৩১ মে নেপালের আইনমন্ত্রী শিবমায়া তুম্বাহাম্পি ভারতের দাবি করা, উত্তরাখণ্ডের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা অন্তর্ভূক্ত করে নতুন মানচিত্রের খসড়া পেশ করেছিলেন। এরপর থেকেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করেছে ভারত। দিল্লি ও কাঠমান্ডুর ঐতিহাসিক সম্পর্কের উল্লেখ করে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আলোচনার মাধ্যমে বিতর্ক মেটানোর প্রস্তাবও দিয়েছিলেন নেপালকে।
Blogger দ্বারা পরিচালিত.