সরকারি দফতরে শিফট অনুসারে আসবেন কর্মীরা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: শরীরে সামান্য জ্বর, সর্দি, কাশি থাকলে অফিসে আসার প্রয়োজন নেই। কন্টেনমেন্ট 'এ' এবং 'বি' জোনে থাকা কর্মী-অফিসারদেরও অফিসে আসার প্রয়োজন নেই। তাঁরা বাড়ি থেকেই কাজ করতে পারবেন- এমন নির্দেশিকা জারি করা হয়েছিল নবান্নের তরফে। আর এবার সরকারি দফতরে চালু হল শিফটিং ব্যবস্থা।

আপাতত ২টি শিফটে কাজ করবেন সরকারী কর্মীরা। প্রথম শিফট শুরু হবে সকাল সাড়ে ন'টায়, যা চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। দ্বিতীয় শিফট শুরু হবে বেলা সাড়ে বারোটায়, যা চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। 

নিচুতলা থেকে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকরা এই শিফটিংয়ের সুবিধা পাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝবার মুখ্যমন্ত্রী জানান, বাসে ভিড়ের চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মাননীয়া এও জানান যে, তাঁর মত, বেসরকারি অফিসগুলিতে আপাতত আগের মতোই বাড়ি থেকে কাজ করার সুবিধা বহাল থাকলেই ভাল হয়। 
Blogger দ্বারা পরিচালিত.