খেলতে খেলতে মাথায় প্রেসার কুকার আটকে গেল একরত্তি শিশুর, কী হল তারপর?


Odd বাংলা ডেস্ক: খেলতে খেলতে বিপন্ন প্রাণ একরত্তি শিশুর। বাড়িতে শিশুরা একা একা খেলার সময়ে তাঁদের দিকে খেয়াল রাখাটা যে কতখানি জরুরী, তা আপনারা যারা অভিভাবক এই প্রতিবেদনটি পড়লেই বুঝতে পারবেন। খেলতে খেলতে মাথার মধ্যে প্রেসার কুকারকে হেলমেট-এর মতো করে ঢুকিয়ে খেলছিল এক বছর বয়সী এক শিশুকন্যা। আর তারপরই প্রেসার কুকারটি আটকে যায় শিশুটির মাথায়। ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটের। 

আর এরপর কার্যত আকাশ ভেঙে পড়ে শিশুটির মা-বাবার মাথায়। কার্যত পাহাড় প্রমাণ বিপদ অপেক্ষা করছিল তাঁদের সামনে। কিন্তু বরাত জোড়ে বেঁচে যায় শিশুকন্যাটি। তার নাম প্রিয়াংশী ভালা। বাড়িতে তার বাবা-মা বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন প্রেসার কুকারটিকে খুলে বের করার। কিন্তু বারবার টানাটানি করার ফলে শিশুটির মাথায় আঘাত লাগে এবং কপাল ফুলে যায়। এরপর তার মা-বাবা তাকে তড়িঘড়ি নিয়ে যায় ভাবনাগড় হাসপাতালে। 

পরিস্থিতি জটিল বুঝে শিশুটিকে উদ্ধার করতে জড়ো হন অর্থোপেডিক থেকে পেডিয়াট্রিক বিভাগের সমস্ত ডাক্তারই একজোট হয়ে প্রচেষ্টা চালালেও, ব্যর্থ হন সকলে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে, তাঁদের তরফে একজন বাসনপত্রের ব্যপারিকে ডাকা হয়। তিনি একটি কাটারের সাহায্যে শিশুটির মাথায় আটকে থাকা কুকারটিকে কেটে বের করেন। 

তবে এরপরেও ওই একরত্তিকে পর্যবেক্ষণে রাখে হাসপাতাল। এতক্ষণ মাথায় প্রেসার কুকার আটকে থাকা ফলে তার মাথায় রক্ত জমাট বাঁধা বা রক্তসঞ্চালনের কোনও সমস্যা হয় কিনা, তার জন্যই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।  
Blogger দ্বারা পরিচালিত.