দেশে করোনাক্রান্ত ২.৫ লক্ষেরও বেশি, আক্রান্তের সংখ্যায় চিনকে ছাড়াল মহারাষ্ট্র


Odd বাংলা ডেস্ক: রবিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়েছে। রাজ্য সরকারগুলির দেওয়া তথ্যে দেখা গিয়েছে টানা দুমাস জুড়ে সারা দেশব্যপী লকডাউন শেষে সরকারের তরফে পঞ্চম দফার লকডাউনে তথা আনলক-১-এ আরও বেশি করে সংক্রমণ ছড়িয়ে পড়ার নজির রয়েছে। শেষ পাঁচ দিন ধরে প্রতিদিন ৯০০০-এরও মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। 

শেষ ২৪ ঘণ্টায় দেশের করোনায় আক্রান্ত ৯,৯৮৩ জন, মৃত্যু হয়েছে ২০৬ জনের। যার ফলে সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ এবং মৃতের সংখ্যা বেড়ে হল ৭,১৩৫।  তবে এখনও পর্যন্ত করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ফিরে এসেছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন।

কেবল মহারাষ্ট্রেই গত ২৪ ঘণ্টা করোনায় আক্রান্ত হয়েছে ৩০০,৭ জন! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, করোনায় সর্বাধিক বিধ্বস্থ রাজ্য হল মুম্বই। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৮৫ হাজার ৯৭৫ জন। কেবল মহারাষ্ট্রেই ৩০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছেন। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, মহারাষ্ট্র এখন চীনের কোভিড-১৯-এর সংক্রমণকেও ছাড়িয়ে গিয়েছে। চিনে সরকারি হিসাব অনুসারে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩,০৩৬ জন। 
আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১,৫১৫ জন। সেইসঙ্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। ফলে তামিলনাড়ুতে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৬৯ জন। আক্রান্ত ৩১,৬৬৭ জন। অন্যদিকে দিল্লিতে এখনও পর্যন্ত মোট ২৭,৬৫৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত ৮১২ জন। গুজরাতে এখনও পর্যন্ত ১৯,৫৯২ জন মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ১,২১৯ জনের।
Blogger দ্বারা পরিচালিত.