পাকিস্তানের সিন্ধুপ্রদেশের হিন্দু নারীদের সিঁদুর পরার ওপর জারি হতে পারে নিষেধাজ্ঞা
Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রভিন্সে প্রায় ১৭০০০ হিন্দু পরিবারের বসবাস আছে। কিন্তু এবার সেই প্রভিন্সের বিধানসভায় জারি হতে চলেছে হিন্দু নারীদের সিঁদুর পরার ওপর নিষেধাজ্ঞা। সূত্রের খবর অনুযায়ী বিধানসভার সদস্য আওয়াইস কাদের শাহ স্পিকার আঘা সিরাজ দুররানির সামনে প্রস্তাবনা রেখেছেন যে হিন্দু নারীদের সিঁদুর পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। এতে করে দৃষ্টিমূলক সাম্য প্রতিষ্ঠা হবে। অন্যদিকে এই প্রস্তাবকে পারিস্তানের সংবিধানের অপমান বলে ব্যাখ্যা করেছেন সিন্ধু প্রদেশের হিন্দু নেতা দিওয়ান চন্দ চাওলা। তাঁর দাবি দুররানির এই প্রস্তাব সংখ্যালঘুদের মৌলিক অধিকার খর্ব করছে। পিপিপির তরফে এই বিষয়ে এখনও কোনও বক্তব্য পেশ করা হয়নি। তবে তাদের দলের এই বিধায়ক কেন এরকম প্রস্তাবনা হাজির করেছেন সেই বিষয়েও দ্য ডন, সংবাদপত্র তাদের মুখপাত্রকে জিজ্ঞাসা করলে তারাও কোনও জবাব দেয়নি।
সিন্ধুপ্রদেশের হিন্দু সংখ্যালঘুরা বহু বছর ধরেই পাকিস্তানের থেকে মুক্তি চাইছে। তারা চাইছে একটি স্বাধীন সিন্ধু প্রদেশ। কিন্তু পাকিস্তান তা দিতে নারাজ। অন্যদিকে জাতিসংঘের তরফেও পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচার বিষয়ে তীব্র নিন্দা করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য ডন
তথ্যসূত্র: দ্য ডন
Post a Comment