‘জুন শেষে পাকিস্তানে ১২ লাখ আক্রান্ত হবে’
Odd বাংলা ডেস্ক: মহামারি করোনাভাইরাসে জুন শেষে পাকিস্তানে ১২ লাখ আক্রান্ত হতে পারে। রোববার (১৪ জুন) ইসলামাবাদে দেশটির পরিকল্পনামন্ত্রী আসাদ উমর এমনটাই জানিয়েছেন। খবর আল জাজিরার।
মন্ত্রী বলেছেন, ‘আমরা যদি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া (এসওপি) চালিয়ে যাই এবং করোনাভাইরাসকে হালকাভাবে নিই তাহলে বিশেষজ্ঞরা অনুমান অনুযায়ী জুন শেষে পাকিস্তানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াতে পারে। আমরা শঙ্কা করছি চলতি মাস শেষে আক্রান্তের সংখ্যা হতে পারে ১.২ মিলিয়ন (১২ লাখ)।’
এক্ষেত্রে মন্ত্রী সকলকে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, পরিস্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য বিধি-নিষেধ মেনে চলার আহব্বান জানিয়েছেন।
পাকিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৩০ জন। আক্রান্তের তালিকায় শতাধিক মন্ত্রী, এমপি ও রাজনীতিবিদরা রয়েছেন। মারা গেছে ২ হাজার ৬৩২ জন।
Post a Comment