'জিনিয়াস'! গত ৮ দশকের মধ্যে এই লকডাউনে রেকর্ড মাত্রায় বিক্রি হয়েছে 'পার্লে জি' বিস্কুট


Odd বাংলা ডেস্ক: যেকোনও পরিস্থিতিতে খিদে নিবারণের মাধ্যমের উপায় হল বিস্কুট। আর বিস্কুটের জগতে সবার আগে যার নাম আসে তা হল পার্লে জি। ১৯৩৮ সাল থেকে নামটি সাধারণ মানুষের খুব কাছের। আর এই লকডাউনের বাজারে সর্বাধিক পরিমাণে বিস্কুট বিক্রির তালিকায় শীর্ষে নাম রয়েছে পার্লে জি-র। 

যদিও পার্লে প্রোডাক্টস, পার্লে জি লেবেলের নির্মাতারা তাঁদের নির্দিষ্ট বিক্রয়ের পরিসংখ্যান প্রকাশ্যে আনেননি। তবে তাঁরা নিশ্চিত করেছেন যে, তাঁদের সংস্থাটি গত আট দশকের মধ্যে চলতি মার্চ-এপ্রিল এবং মে মাসে সর্বাধিক বিস্কুট বিক্রয় করেছেন। পার্লে প্রোডাক্টের ক্যাটেগরি প্রধান মায়াঙ্ক শাহ-এর বক্তব্য একাধিক আউটলেটে জানানো হয়েছে, এই তিন মাসে পার্লের সমগ্র মার্কেট শেয়ার ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর এই বৃদ্ধির ৮০-৯০ শতাংশ এসেছে পার্লে জি-র হাত ধরে। 

লকডাউন চলাকালীন সাধারণ মানুষ শুকনো খাবার হিসাবে প্রচুর পরিমাণে বিস্কুট মজুত করে রেখেছিল। যার ফলে মোটামুটি সমস্ত বিস্কুট কোম্পানিগুলির বিক্রি বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে পার্লে-জি অন্যতম।
Blogger দ্বারা পরিচালিত.