মা হওয়া আর হল না, ফিরিয়ে দিল সমস্ত হাসপাতাল, অটোতেই মৃত্যু ৯ মাসের গর্ভবতীর




Odd বাংলা ডেস্ক: আসমার মা হওয়ার কথা ছিল। কিন্তু আসমা যেন কোনও একটা ভুল সময় গর্ভবতী হয়ে পড়েছে। করোনাকালে মরতে হল আসমাকে। ঘটনাটি ঘটে ২৫ মে ভোররাতের দিকে৷ মৃত আসমার পরিবারের এক সদস্য জানিয়েছে, প্রায় তিনটি হাসপাতাল তাকে ভর্তি নিতে অস্বীকার করে দেয়৷

 


প্রথমে তারা থানের বিলাল হাসপাতালে যায়৷ সেখানে আসমাকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ৷ এরপর তাকে প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতাল ও ইউনিভার্সাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখান থেকে ফেরত পাঠানো হয় তাদের৷ এরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়ে আসমা৷ঘটনায় এই ৩ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুমব্রা পুলিশ স্টেশন৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এদিকে এই অমানবিক ও নক্ক্যারজনক ঘটনার জেরে মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করে বিজেপি৷ ঘটনার একটি ভিডিও টুইটারে পোস্টও করেন বিজেপি নেতা রামকদম৷ মহারাষ্ট্র সরকারকে তুলোধনা করে তিনি লেখেন, মহারাষ্ট্রে রোগীরা শয্যায় নয় এইভাবে রাস্তায় মারা যাচ্ছে৷ আর মহারাষ্ট্র সরকার কোনও পদক্ষেপই নিচ্ছে না৷
Blogger দ্বারা পরিচালিত.