পুরীতে শাটডাউন, করোনা আবহে ভক্তদের সমাগম ছাড়াই মহাপ্রভুর মাসীর বাড়ি যাত্রা


Odd বাংলা ডেস্ক: অনেক চাপানউতোরের পর অবশেষে রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিকেল থেকেই সেইমতো শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রথযাত্রা প্রস্তুত কমিটিতে অংশ নিয়েছিলেন। করোনা আবহে রথযাত্রায় যাতে ভক্তসমাগম না হয়, তার জন্য সোমবার রাত থেকে আগামীকাল অর্থাত বুধবার দুপুর পর্যন্ত পুরীতে পুরোপুরি শাটডাউন করে দেওয়া হয়েছে। 

পাশাপাশি মন্দির-সংলগ্ন সমস্ত হোটেল এবং বাড়ির ছাদে যাতায়াত নিয়ন্ত্রিত করা হয়েছে। সূত্রের খবর, দেড় হাজার সেবাইত এবার রথ টানবেন। যদিও সরকারিভাবে ১২০০ সেবাইতদের দ্বারা রথ টানার কথা বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে একসঙ্গে ৫০০ জনের বেশি রথের রশিতে হাত দিতে পারবেন না। 

তবে এর আগেও রয়েছে একগুচ্ছ নিয়ম-নীতি। প্রথমে সেবায়েতদের করোনা টেস্ট করা হবে, সেই টেস্টে উত্তীর্ণ হওয়ার পরই মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন তাঁরা। সকলের মুখে মাস্ক থাকাটা বাধ্যতামুলক। সেইসঙ্গে বারবার স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। পাশাপাশি যতটা সম্ভব সামাজিক দূরত্ববিধি বজায় রাখার কথা বলা হয়েছে। কিন্তু উৎসব-অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মানা যে আদৌ সম্ভব নয়, তা জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রাকালের ছবি দেখেই স্পষ্ট।
Blogger দ্বারা পরিচালিত.