শিবের আরাধনা করে অযোধ্যায় রামমন্দিরের রুদ্রাভিষেক হবে ১০ জুন, ফিরে এল রামের লঙ্কা জয়ের গাঁথা


Odd বাংলা ডেস্ক: লঙ্কার বিজয়ের আগে ভগবান শ্রী রামচন্দ্র যেমন শিবের উপাসনা করেছিলেন, তেমনই অযোধ্যায় রামচন্দ্র কক্ষ কমপ্লেক্সে রামমন্দিরের স্থাপনার আগে মহাদেবের পুজো দিয়ে শশুরু হবে রুদ্রাভিষেক। রাম জন্মভূমি কমপ্লেক্সের কুবের টিলায় বসে থাকা শশাঙ্ক শেখরের মন্দিরে আগামী ১০ জুন থেকে এই বিশেষ অনুষ্ঠান শুরু হবে এবং এর পরে রাম মন্দিরের কাঠামো নির্মাণের কাজ শুরু হবে। 

সূত্রের খবর, আগামী ১০ জুন মন্দির নির্মাণের ভিত্তি তৈরির সংস্থা এল অ্যান্ড টি আগামী ১০ জুন থেকে কাজ শুরু করবে। ইতিমধ্যেই সেখানে ১০ জুনের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে সেদিন সকাসল ৮ টা থেকে শুরু হবে শিবের আরাধনা, তা চলবে অন্তত ২ ঘণ্টা পর্যন্ত। আর তারপরই রামমন্দিরের কাঠামো নির্মাণের কাজ শুরু হবে। 
Blogger দ্বারা পরিচালিত.