করোনার ওষুধ 'করোনিল অ্যান্ড স্বসারী' নিয়ে এল পতঞ্জলি, ফল দেবে মাত্র ৭ দিনে


Odd বাংলা ডেস্ক: যোগগুরু রামদেব-এর পতঞ্জলির তরফে আজ একটি আয়ুর্বেদিক মেডিসিন কিট লঞ্চ করা হল, দাবি করা হচ্ছে যে, এই আয়ুর্বেদিক ওষুধ মাত্র ৭ দিনের মধ্যে করোনা রোগীকে সুস্থ করে তুলতে পারে। কারণ এই ওষুধ করোনা রোগীদের ওপর ক্লিনিকাল ট্রায়াল চালানোর পর ১০০ শতাংশ অনুকূল ফলাফলা পাওয়া দিয়েছে। যদিও সারা বিশ্বজুড়ে কিন্তু করোনার টিকা তৈরির জন্য নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে তামাম বিজ্ঞানীরা।   

পতঞ্জলীর তৈরি ওষুধটির নাম হল 'করোনিল অ্যান্ড স্বসারী'। সারা দেশে প্রায় ২৮০ জন করোনা রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এই ওষুধ ১০০ শতাংশ প্রতিকূল রেজাল্ট দিয়েছে বলে দাবি করেছেন পতঞ্জলীর প্রতিষ্ঠাতা যোগগুরু রামদেব। যদিও একাধিক দেশের তরফে করোনার ভ্যাকসিন পরীক্ষা করা হলেও করোনা নিরাময় করতে পারে এমন ওষুধের কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। 

সংবাদ সংস্থাকে রামদেব জানিয়েছে, 'পুরো দেশ তথা বিশ্ব যখন করোনার জন্য ওষুধ বা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে, তখন আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি যে প্রথম আয়ুর্বেদিক, ক্লিনিক্যালনিয়ন্ত্রিত পরীক্ষামূলক এবং গবেষণা-ভিত্তিক ওষুধটি পতঞ্জলি গবেষণা কেন্দ্র এবং এনআইএমএসের সম্মিলিত প্রচেষ্টায় প্রস্তুত করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা আজ কোভিড ওষুধ করোনিল অ্যান্ড স্বসারী এবং স্বসারি লঞ্চ করছি। আমরা এর দুটি পরীক্ষা চালিয়েছি, প্রথমটি ক্লিনিকাল-নিয়ন্ত্রিত গবেষণা, যা দিল্লী, আহমেদাবাদে-সহ আরও অনেক শহরেই হয়েছে। এতে ২৮০ জন রোগী ছিলেন এবং তাঁদের মধ্যে ১০০ শতাংশ রোগীই সুস্থ হেয় উঠেছেন। আমরা এর সাহায্যে করোনা এবং এর জটিলতাগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এর পরে সর্বাত্মক ক্লিনিকাল কন্ট্রোল ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল।' প্রসঙ্গত, এই প্রকল্পে পতঞ্জলিকে সহযোগীতা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয়। রামদেবের করোনা কিটের দাম ৫৪৫ টাকা, যার মধ্যে ৩০দিনের ওষুধ রয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.