করোনার ওষুধ পাওয়া গিয়েছে, দাবি করলেন রামদেব ও তার কোম্পানি পতঞ্জলি


Odd বাংলা ডেস্ক: পাঁচ মাসেরও বেশি হয়ে গেল, গোটা বিশ্বজুড়ে এখনও দাপিয়ে বেড়াচ্ছে করোনা ৷ এই মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি কবে ? এই প্রশ্নই সবার মনে এখন ঘুরপাক খাচ্ছে ৷ কবে পাওয়া যাবে ভ্যাকসিন ৷ এর কোনও সঠিক উত্তর কারোর কাছেই নেই ৷ কিন্তু এরই মধ্যে যোগ গুরু রামদেবের সংস্থা পতঞ্জলির দাবি, করোনার ওষুধ তারা পেয়ে গিয়েছেন ৷ সংস্থার ওষুধ খেয়েই নাকি করোনা রোগী অনেকাংশেই সেরে উঠেছেন ৷ করোনা রোগীদের উপর ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে বলেই দাবি পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণের ৷ আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে করোনা চিকিৎসা সম্ভব বলেই জানিয়েছেন তিনি ৷



সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বালকৃষ্ণ জানিয়েছেন, ‘‘করোনা সংক্রমণ ছড়ানোর পরই আমরা একদল বিজ্ঞানীকে নিয়োগ করেছিলাম। ভাইরাসের সঙ্গে লড়াই করার উপাদান খুঁজে বের করা হয়। এরপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয় করোনা পজিটিভ রোগীদের উপর। আমরা এই কাজে ১০০ শতাংশ ইতিবাচক ফলাফল পেয়েছি। আমাদের ওষুধ খেয়ে ৮০ শতাংশ করোনা রোগীই ৫-৬ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাকিদের সুস্থ হতে সময় লেগেছে ১০-১৪ দিন ৷ তাঁদের পরবর্তী করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।’’
Blogger দ্বারা পরিচালিত.