ইতিহাসে এই প্রথম, রথের রঙের মাস্ক পরে পুরীর রথ টানবেন ৫০০০ সেবায়েত


Odd বাংলা ডেস্ক: ২০২০ সাল অনেক রকমের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক তেমনই পুরীর রথযাত্রাও ইতিহাসে এই প্রথমবার একগুচ্ছ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। করোনা আবহের মধ্যে এবারের রথযাত্রায় মেনে চলা হবে একাধিক বিধি-নিষেধ। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মাস্ক পরা। আর এবার সেই মাস্ক তৈরি হবে রথের কাপড়ের রঙ মিলিয়ে। শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে তাঁতিদের সমবায় সমিতির কাছে ৫০০০ মাস্ক তৈরির বায়না করা হয়েছে। আর সেই নির্দেশ পেয়েই তাঁতিদের সোসাইটি মাস্ক তৈরির কাজে মন দেয়। 

শ্রীমন্দির কর্তৃপক্ষ করোনাভাইরাস প্রতিরোধে কঠোর সতর্কতার অঙ্গ হিসাবে সেবায়েতদের বিশেষ হ্যান্ডলুম কাপড়ের তৈরি মাস্ক পরাটা বাধ্যতামুলক করেছে। পাশাপাশি রয়েছে আরও চমক। এবারে রথের রশিতে টান দেবেন শ্রীমন্দিরের ৫০০০ সেবায়েত। প্রসঙ্গত, পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত সংখ্যা ১০ হাজার। কীভাবে জগন্নাথদেবের এই ঐতিহাসিক রথযাত্রা উৎসব সম্পন্ন করা হবে, তা নিয়ে চিন্তায় ছিল ওড়িশা প্রশাসন। এরপর একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে সেবায়েতদের দিয়েই টানা হবে রথ। 

প্রসঙ্গত, রথযাত্রার মধ্যে পুরীর মন্দিরজুড়ে জারি থাকবে ১৪৪ ধারা। থাকছে আরও চমক মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তিনটি হাতি রাখারও প্রস্তাব দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তা গ্রাহ্য হলে হাতি দিয়েও রথ টানা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও তা এখনও নিশ্চিত নয়। 
Blogger দ্বারা পরিচালিত.