রথযাত্রায় ছাড় সুপ্রিম কোর্টের, বিধি-নিষেধ মেনেই পুরীর পথে চলবে রথ



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় যাবতীয় বিধি-নিষেধ মেনে মঙ্গলবার পুরীর রাস্তায় বেরোবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। রথযাত্রার আগের দিন সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে করোনা আবহে জনসমাগম ঠেকাতে এই বছর রথযাত্রা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। যাবতীয় বিধি-নিষেধ মেনে জনসমাগম এড়িয়ে রথযাত্রার (Rath Yatra) আয়োজন করার দায়িত্ব ওডিশা সরকার এবং জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের হাতেই দিয়েছে সর্বোচ্চ আদালত। রথযাত্রা করোনা নির্দেশিকা মেনে আয়োজন করতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেই কাজ করবে বলে জানিয়েছে ওডিশা সরকার। সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার বহু শতাব্দীর এই প্রথা বন্ধ না করার জন্য অনুরোধ করে। জনসমাগম ছাড়াই রথযাত্রা হলে সে ক্ষেত্রে করোনা বিধি ভঙ্গ করা হবে না বলে জানায় কেন্দ্র। এর আগে জনসমাগম এড়াতে হাতি দিয়ে বা মেশিন দিয়ে পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টানা হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছিল। রথযাত্রা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের মতামতকে সমর্থন করে ওডিশা সরকারও। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'রথযাত্রার সঙ্গে কোটি কোটি মানুষের বিশ্বাস জড়িয়ে। প্রথা অনুযায়ী, মঙ্গলবার রথ না বেরোলে পরবর্তী ১২ বছর রথযাত্রা করা যাবে না।' মেহতা আরও বলেন যে জনসমাগম ঠেকাতে ওডিশা সরকার এই একদিনের জন্য পুরীতে কারফিউ জারি করতে পারে। যে সব সেবায়েত এবং পাণ্ডাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, শুধু তাঁদেরই রথযাত্রায় অংশগ্রহণ করতে দেওয়ার জন্য আবেদন জানান তিনি।
Blogger দ্বারা পরিচালিত.