ক্ষুধার্ত শিশুর জন্য দুধ পৌঁছে দিতে চলন্ত ট্রেনের সঙ্গে ছুঁটলেন রেল পুলিশ



Odd বাংলা ডেস্ক: ভোপালের একটি রেলওয়ে স্টেশনে রেলওয়ে নিরাপত্তা রক্ষী (আরপিএফ) কনস্টেবলের একজন বাচ্চাকে দুধ দেওয়ার পদ্ধতি ভাইরাল হল নেট দুনিয়ায়। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। বাচ্চাটির মা শফিয়া হাশমি ও তার স্বামী শ্রমিক স্পেশাল ট্রেনে করে উত্তর প্রদেশের গোরক্ষপুরে বাড়ি ফেরার সময় কয়েক মিনিটের জন্য ভোপাল স্টেশনে ট্রেন থামলে বাচ্চার দুধের সহায়তার জন্য আরপিএফ আধিকারিক ইন্দর যাদবকে অনুরোধ করেছিলেন। কিন্তু দুধ জোগার করার আগেই সেই ট্রেন স্টেশন ছেড়ে চলতে শুরু করে। লকডাউনের কারনে বেশিরভাগ দোকান বন্ধ থাকায়, স্টেশনের বাইরে গিয়ে যখন মিঃ যাদব দুধের প‍্যাকেট হাতে পেলেন তখন ট্রেন তার গতি বাড়াতে শুরু করে। তিনি আর কিছু না ভেবেই জীবনের ঝুঁকি নিয়ে ছুঁটতে শুরু করেন চলন্ত ট্রেনের পাশাপাশি তখন তার এক হাতে তাঁর পরিষেবা রাইফেল এবং দুধের প্যাকেটটি আলাদা হাতে রেখেছিলেন।

শেষে দুধের প‍্যাকেট হাতে পেয়ে হাশমি সহায়তার জন‍্য ধন‍্যবাদ জানায় নাম না জানা রেল পুলিশকে। বাড়ি পৌঁছে ইন্দর যাদবকে ‘রিয়েল হিরো’ আখ্যা দিয়ে একটি ট্যুইট করেন শিশুর মা সাফিয়া হাশমি। তিনি জানিয়েছেন, শিশুটির জন‍্য অনেকক্ষণ খাবার দুধ না থাকার জন্য বাচ্চাকে অনেকক্ষণ বিস্কুট খাইয়ে রাখতে হয়েছিল। তিনি আরো জানান এইরকম কর্তব‍্যপরায়ন পুলিশ অফিসার আমাদের দেশে থাকা অত‍্যন্ত জরুরী। ভিডিওটি দেখে ইন্দর যাদবের ভূয়শী প্রশংসা করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল, ঘোষণা করেন পুরস্কারও। সিনেমার পর্দায় অনেক নায়ককে ট্রেন-প্লেন মায় হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে দেখা যায়! কিন্তু সে তো নেহাতই মেকি, বানানো! বাস্তব জীবনের রক্তমাংসের হিরো আরপিএফ-এর ইন্দর যাদব। ভোপাল স্টেশনের এই গোটা ঘটনা ধরা পরে স্টেশনের সিসিটিভিতে। নেট দুনিয়ায় ভিডিও ক্লিপিংস শেয়ার হতেই আসমুদ্র হিমাচল কুর্ণিশ জানিয়েছে ইন্দরকে!
Blogger দ্বারা পরিচালিত.