৮ জুন থেকে খুলে যাচ্ছে শপিং মল, যাওয়ার আগে চোখ বুলিয়ে নিন কেন্দ্রের একগুচ্ছ নির্দেশিকায়


Odd বাংলা ডেস্ক: গত বৃহস্পতিবারে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে, ৮ জুন থেকে সারা দেশে শপিং মল রেস্তোরাঁ, হোটেল এবং উপাসনালয়গুলি খুলে দেওয়া হবে। সোমবার থেকে শপিং মল খুলে দেওয়া হলেও এখনই শিথিল করা হবে না সমস্ত নিয়ম। তবে কন্টেনমেন্ট জোনের মধ্যে থাকা শপিং মল-রেস্তোরাঁ-হোটেল আগের মতো বন্ধই থাকবে, তবে যেসব জায়গায় শপিং মল খোলা হবে, সেখানে একগুচ্ছ নিয়ম-নির্দেশিকা বেঁধে দিয়েছে কেন্দ্র।

শপিংমলগুলির জন্য নতুন COVID-19 নির্দেশিকা:
১) বাধ্যতামূলকভাবে মলের প্রবেশপথে স্যানিটাইজার ডিসপেনসার এবং থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা থাকতে হবে।

২) কেবল করোনার সংক্রমণবিহিন মানুষদের অনুমতি দেওয়া হবে।

৩) সমস্ত কর্মী/ গ্রাহক/ দর্শকদের ফেস কভার/ মাস্ক ব্যবহার করতে হবে, তবেই মলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। শপিং মলের ভেতরে ফেস কভার/মাস্কগুলি সর্বদা পরে থাকতে হবে।

৪) কোভিড -১৯ সংক্রান্ত বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা পোস্টার বা স্ট্যান্ডিস বা এভি মিডিয়া বিশেষভাবে প্রদর্শন করতে হবে।

৫) সামাজিক দূরত্বের নিয়মগুলি নিশ্চিত করে মল কর্তৃপক্ষের তরফে পর্যাপ্ত লোকবল মোতায়েন করতে হবে।

৬) যে সকল কর্মচারী উচ্চতর ঝুঁকিতে আছেন অর্থাৎ বৃদ্ধ বা বয়স্ককর্মচারী, গর্ভবতী কর্মচারী এবং যে সকল কর্মচারীরা যারা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। এইধরণের কর্মচারীদের কখনওই প্রথম সারির কাজে নিযুক্ত করা যাবে না। শপিং মল পরিচালনা শপিং মল ম্যানেজমেন্ট-এর দেখতে হবে যদি বাড়ি থেকে কাজের সুবিধা থাকে তাহলে তদের সেই সুবিধা দিতে হবে। 

৭) পার্কিং লট এবং মলের বাইরে যথাযথ ভিড় পরিচালনা - যথাযথভাবে সামাজিক দূরত্ববিধি অনুসরণ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। 

৮) ভ্যালেট পার্কিং, যদি উপলভ্য থাকে তাহলে অপারেটিং কর্মীদের  ফেস কভার/ মাস্ক এবং গ্লাভস যথাযথভাবে পরে হবে। স্টিয়ারিং, ডোর হ্যান্ডলগুলি যথাযথভাবে জীবাণুনাশক করা উচিত।

৯) শপিং মলের বাইরে এবং এর মধ্যে থাকা যেকোনও দোকান, স্টল, ক্যাফেটেরিয়া ইত্যাদিতে সামাজিক দুরত্ববিধি সর্বদা অনুসরণ করতে হবে। 

১০) সামাজিক দূরত্ববিধি মেনে চলার জন্য কোনও লাইনে পরিচালনা করার জন্য মেঝেতে মার্ক করে রাখতে হবে। 

১১) ভিজিটার, কর্মচারী এবং পণ্য সরবরাহের জন্য পৃথক প্রবেশ এবং প্রস্থানের ব্যবস্থা করতে হবে।

১২) হোম ডেলিভারি দেওয়ার কর্মীদের শপিংমল কর্তৃপক্ষ কর্তৃক থার্মাল স্ক্রিনিং করে তবেই ডেলিভারি দেবে।

১৩) শপিং মলের ভিতরে প্রবেশের জন্য এবং যতদূর সম্ভব যতটা সম্ভব সর্বনিম্ন ৬ ফুট দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে।

১৪) শারীরিক দূরত্বের নিয়মাবলী বজায় রাখার জন্য দোকানের ভিতরে নুন্যতম মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

১৫) বসার ব্যবস্থা যদি থাকে, তবে তা এমনভাবে করা উচিত যাতে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রাখা যায়।

১৬) লিফট ব্যবহারের ক্ষেত্রে মানুষদের সামাজিক দূরত্বের নিয়মাবলী বজায় রাখা হবে।

১৭) বিকল্প পদক্ষেপ হিসাবে এসকেলেটারে একটি সিঁড়ি ছাড়া ছাড়া লোকেরা দাঁড়াতে পারবেন।

১৮) এয়ার কন্ডিশনিং এবং ভেন্টিলেশনের ক্ষেত্রে সিপিডাব্লুডির নির্দেশিকাগুলি অনুসরণ করা হবে। সেক্ষেত্রে তাপমাত্রা ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াস হতে হবে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪০-৭০ শতাংশের মধ্যে। 

১৯) যেকোনও বড় সমাবেশ বা জমায়েত জামাত নিষিদ্ধ করা হয়েছে।

২০) মলের মধ্যে ঘন ঘন স্যানিটেশন (হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্চন্নতা) ব্যবস্থা রাখতে হবে।  

২১) খুবই স্পর্শকাতর জায়গাগুলি যেমন দরজা নব, লিফটের বোতাম, হ্যান্ড রেল, বেঞ্চ, ওয়াশরুম ফিক্সার ইত্যাদি পরিষ্কার করা এবং নিয়মিত জীবাণুমুক্তকরণের জন্য ১% সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করা বাধ্যতামূলক করা উচিত।

২২) আগত ক্রেতা বা কর্মচারীরা রেখে যাওয়া ফেস কভার বা মাস্ক এবং গ্লাভসের যথাযথ নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।

২৩) কিছু সময় অন্তর অন্তর সমস্ত ওয়াশরুম ভালভাবে পরিষ্কার করা নিশ্চিত করতে হবে।

ফুড কোর্টে যে নিয়মগুলি মানতেই হবে-

ক) সামাজিক দূরত্বের নিয়মাবলী নিশ্চিত করতে পর্যাপ্ত ভিড় এবং লাইন ব্যবস্থাপনার নিশ্চিত করতে হবে।
খ) মলের ফুড কোর্ট এবং রেস্তোঁরাগুলিতে ৫০ শতাংশ বসার আয়োজন করা যাবে। 
গ) ফুড কোর্টের কর্মীরা / ওয়েটারদের মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতেই হবে এবং অন্যান্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
ঘ) বসার ব্যবস্থাটি যতটা সম্ভব সামাজিক দূরত্ব নিশ্চিত করেই করতে হবে।
ঙ) কোনও ব্যক্তিকে করোনা পজিটিভ পাওয়া গেলে প্রাঙ্গণটি তৎক্ষণাত জীবাণুমুক্ত করতে হবে। 
Blogger দ্বারা পরিচালিত.