কোথায় সোশ্যাল ডিসট্যান্সিং? বাস ভর্তি শুধু মানুষ আর মানুষ



Odd বাংলা ডেস্ক: সোমবার সকাল থেকেই কলকাতা যেন ফিরে এল নিজের আগের ছন্দে। রাতারাতি লোকারণ্য হয়ে উঠল তিলোত্তমা। সোমবার সপ্তাহ ও মাসের প্রথম দিন। সাধারণ সময়ে এই ব্যস্ততা থাকে চরমে। দীর্ঘ লকডাউনে সেসব অতীত হয়ে গেলেও আজকে আবার তা ফিরে এল।যাত্রী সংখ্যার নিয়ম মেনে কদিন আগেই শুরু হয়েছে অটো পরিষেবা। সরকারি ও বেসরকারি দফতর অনেকাংশেই খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই বেলা গড়াতেই ভিড় বেড়েছে রাস্তায়। দমদমে নেতাজি আন্তর্জাতিক বিমান বন্দর চত্বরেও এদিন ভিড় ছিল অন্য় দিনের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু সবচেয়ে সাংঘাতিক অবস্থা বাসগুলির। শুধু যাত্রী আর যাত্রী। পাদানি পর্যন্ত ঝুলছে মানুষ । কোথাও কোনও সামাজিক দুরত্ব রাখার ইচ্ছেটুকু নেই। সোমবার হাওড়া স্টেশন চত্বরেও সামাজিক দূরত্ব মানার কোনও চিত্র দেখা যায়নি।
Blogger দ্বারা পরিচালিত.