গাড়ি কিনে দিতে হবে, আবদার মেটাতে অক্ষম দরিদ্র বাবাকে বটির কোপ ছেলের



Odd বাংলা ডেস্ক: সমাজ যেন আস্তে আস্তে নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে। এই যেমন এই ঘটনার কথা ভাবুন। জমি বিক্রি করে গাড়ি কিনে দিতে হবে ৷ এটাই ছিল ছেলের আবদার ৷ কিন্তু সেটা না করাতে বিভৎস্য কাণ্ড ! বাবার গায়ে বটি দিয়ে এলোপাথাড়ি আঘাত চালাল ছেলে ! ঘটনাটি ঘটেছে হাবড়া থানার আয়রা স্কুল মাঠ এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলে অভিযুক্ত সুরজিত সরকার মাঝেমাঝেই নেশা করে মা-বাবার উপর অত্যাচার চালাত একাধিক দাবিতে। শুক্রবার রাতে ছেলে সুরজিত সরকার নেশা করে বাড়ি ফিরে বাবা কার্তিক সরকারের সঙ্গে অশান্তি শুরু করে ৷ তার দাবি ছিল যেমন করেই হোক, তাকে জমি বাড়ি বিক্রি করে একটি চার চাকা গাড়ি কিনে দিতে হবে ৷ এই নিয়ে অশান্তি চরম আকার ধারণ করে।
Blogger দ্বারা পরিচালিত.