দেরি করে হলেও, মৌসুমি বায়ুর হাত ধরে রাজ্যে প্রবেশ করল বর্ষা
Odd বাংলা ডেস্ক: এরাজ্যে নিয়ম মেনে সঠিক সময়ে ঢোকার কথা ছিল বর্ষার। কিন্ত কেরলে সঠিক সময়ে প্রবেশ করলেও এরাজ্যে নির্ধারিত সময়ের খানিক পরেই ঢুকেছে বর্ষা। ১২ তারিখ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছিল কলকাতার রাস্তা। শনিবার সকাল থেকেও কলকাতা-সহ এরাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে মেঘ-বৃষ্টির লুকোচুরি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারই কলকাতা-সহ উত্তরবঙ্গ, সিকিম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তার জেরে কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত শুরু হয়েছিল হালকা থেকে মাঝারি বর্ষণ। কোথাও কোথাও আবার বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি-রও পূর্বাভাস জারি করা হয়েছিল।
এদিকে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে ওড়িশা উপকূলেও বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
Post a Comment