নিজেই বিকলাঙ্গ ভিক্ষুক, তবু অন্যদের মাস্ক, স্যানিটাইজার দান করছে রাজু
Odd বাংলা ডেস্ক: রবিবার মন কি বাতে রাজুর কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কে এই রাজু। পাঠানকোটে ভিক্ষা করেন রাজু৷ বিশেষভাবে সক্ষম এই যুবক৷ হুইল চেয়ারে বসে বসে তিনি ভিক্ষা করে নিজের পেট চালান৷ কিন্তু লকডাউনের সময় সেই ভিক্ষার টাকা দিয়েই তিনি সাহায্য করছেন অন্যদের৷ এটাই অনুপ্ররণা জোগাচ্ছে বহু মানুষকে৷ রাজু নিজে বলছেন যে আমার মত অনেকেই রয়েছেন যারা ভিক্ষা করে দিন গুজরান করেন৷ আমি যা রোজগার করি ভিক্ষা করে, সেটা অন্যদের জন্য খরচ করি৷
শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার রাজু৷ ভিক্ষার ওপর নির্ভরশীল৷ কিন্তু এই মানুষটাই অন্যদের জন্য বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত৷ দেশে এই মুহূর্তে বহু মানুষ খুব অসহায়৷ তাদের সাহায্য করাই এখন লক্ষ্য৷ তা সে ভিক্ষা করেই হোক না কেন৷ তাই রাজুর এই কাহিনি খুবই উৎসাহব্যাঞ্জক ও শিক্ষনীয়৷
Post a Comment