এবছর হবে না রথযাত্রা উৎসব, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Odd বাংলা ডেস্ক: এবছর অনুষ্ঠিত হবে না রথযাত্রা অনুষ্ঠান। বৃহস্পতিবার রথযাত্রার ওপর স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। চলতি বছর ২৩ জুন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেইমতো শুরু হয়েছিল তোরজোড়ও। কিন্তু নভেল করোনাভাইরাসের ফলে তাতে প্রথমেই বাধা পড়ে। কিন্তু তার পরেও ৫০০০ সেবায়েত দিয়ে রথ টানার কথা ভাবছিল পুরী মন্দির কর্তৃপক্ষ। কিন্তু পুরীতে এবার রথযাত্রার অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের সাফ যুক্তি, করোনা আবহে যখন অলিম্পিক বন্ধ রাখা হয়েছে, তখন রথযাত্রা কেন বন্ধ রাখা হবে না।
Supreme Court stays the annual Rath Yatra at Puri's Jagannath Temple in Odisha on June 23 pic.twitter.com/lEoWjBYipn— ANI (@ANI) June 18, 2020
Post a Comment