করোনা আতঙ্কে লকডাউনের মধ্যেও প্রায় ৫০০ ক্যান্সার রোগীর অপারেশন করেছে মুম্বইয়ের এই হাসপাতাল


Odd বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে এখন করোনাভাইরাস মহামারিই সকলের কাছে আলোচ্য বিষয়। কিন্তু তাই বলে থেমে নেই অন্য রোগের প্রকোপ। কিন্তু করোনা আবহে সারা বিশ্বে ব্যহত হচ্ছে অন্যান্য রোগের চিকিৎসা। করোনা সংক্রমণের ভয়ে বেশিরভাগ হাসপাতালই এখন অন্যান্য রোগের চিকিৎসা বন্ধ রেখেছে। আর এই পরিস্থিতিতেই এক অনন্য নজির গড়ল মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল। সারা দেশের মধ্যে যে মুম্বই শহরে করোনা সংক্রমণে হার সব চেয়ে বেশি সেখানেই টাটা মেমোরিয়াল হাসপাতাল ৪৯৪ জন ক্যান্সার রোগীর অপারেশন করে নজির গড়েছে। 

লকডাউনের মধ্যে তাঁরা এই বিপুল পরিমাণ ক্যান্সার রোগীর সফল অস্ত্রপোচার সফল হয়ছে। সকলেই ভাল আছেন বলেই জানা গিয়েছে। তাঁদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। আরও স্বস্তির খবর হল এঁরা কেউই করোনায় আক্রান্ত নন। তবে ওই হাসপাতালে চিকিৎসারত অন্য পাঁচ রোগীর শরীরে করোনার সংক্রমণ দেখা দিয়েছিল, তবে তাঁদের কাউকেই আইসিইউ-তে ভর্তির প্রয়োজন পড়েনি। 

টাটা মেমোরিয়াল হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর শৈলেশ ভি শ্রীখণ্ড জানিয়েছেন, চলতি বছরে সারা দেশে নতুন করে প্রায় ১০ লক্ষ মানুষ আক্রান্ত, এঁদের মধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, যাঁদের অপারেশন আবশ্যিক। করোনা সংক্রমণের ফলে দেশে ক্যান্সারের চিকিৎসা ঠিকমতো না হওয়ার কারণে ক্যান্সার রোগীদের মৃত্যুহার অনেকটাই বাড়বে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
Blogger দ্বারা পরিচালিত.