সামনেই বিরাট বিপদ, রক্ষা পাবে না কলকাতাও, জানালেন আবহবিদরা




Odd বাংলা ডেস্ক: ২০২০ সালে তাপমাত্রা রেকর্ড করতে চলেছে ভারতে। ক্রমে চরমভাবাপন্ন আবহাওয়া দেখা দিচ্ছে দেশ জুড়ে।কলকাতাবাসীদের জন্য খবরটা মোটেও ভাল নয়। ভাল নয় আর এক শহর, করাচির জন্যও। সম্প্রতি জাতিপুঞ্জের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এমনই এক খবর জানিয়েছে, যাতে বলা হয়েছে, কলকাতা ও করাচি-সহ ভারতীয় উপমহাদেশের এক বিস্তীর্ণ অঞ্চলে আছড়ে পড়তে পারে তাপপ্রবাহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, আইপিসিসি সম্প্রতি তার এক রিপোর্টে জানিয়েছে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে উপমহাদেশের জলবায়ুতে। নিকট ভবিষ্যতেই ভারতীয় উপমহাদেশের এক বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রায় আসতে চলেছে লক্ষণীয় বদল। মনে রাখতে হবে, ২০১৮-এ ভারতে তাপপ্রবাহে ২৫০০ জন মানুষের মৃত্যু হয়। এই মাত্রার বিপর্যয় আবার ফিরে আসতে পারে বলেই জানাচ্ছে আইপিসিসি-র সমীক্ষা।বিশ্ব উষ্ণায়নের উপরে এই বিশেষ সমীক্ষা জানাচ্ছে, ২০৩০-২০৫২ সালের মধ্যে বিশ্ব-তাপমাত্রার বার্ষিক বৃদ্ধির হার ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা না নিলে ভয়াবহ বন্যা, উপর্যুপরি খরা, দাবানল ইত্যাদি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াবে। যার চরমতম প্রভাব পড়বে কলকাতার ওপরেও।
Blogger দ্বারা পরিচালিত.