করোনায় সারা দেশে মৃতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়াল! মৃতের নিরিখে বিশ্বে নবম স্থানে ভারত
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০২ জন। যার ফলে সারা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়ে হল ৩ লক্ষ ৩২ হাজার ৪৪৪ জন। পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। যার ফলে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৯ হাজার ৫২০।
প্রসঙ্গত, সারাদেশজুড়ে লকডাউন তুলে দেওয়ার পর যে আনলক ঘোষণা করা হয়েছে, সেই দফায় কিন্তু দেশজুড়ে আক্রান্ত এবং মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে করোনা সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ভারত এবং মৃতের নিরিখে ভারত এই মুহূর্তে সারা বিশ্বে নবম স্থান অধিকার করেছে।
ভারতে আক্রান্ত ও মৃতের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৯৫৮। এরপরেই নাম আছে তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাতের। এই পরিস্থিতিতে সারা দেশজুড়ে কি আবার চালু হবে লকডাউন? সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মুখে মুখে।
Post a Comment