সরকারের আশায় না থেকে ১০ বছর ধরে নিজেই রাস্তার গর্ত ভরাট করছেন মুম্বইয়ের এই ব্যক্তি



Odd বাংলা ডেস্ক: মুম্বইয়ে এমন একজন ব্যক্তি আছেন, যিনি প্রশাসনের মেরামতের আশায় না থেকে নিজেই রাস্তার গর্তগুলো ভরাট করেন। এক-দুই দিন নয়, বছরের পর বছর ধরে এই কাজ করে যাচ্ছেন দাদারাও বিলহোরে নামের ওই ব্যক্তি। দাদারাওয়ের এমন উদ্যোগের কথা আগে থেকেই অনেকের জানা। আগেও তার কাজের অনেক ভিডিও ভাইরাল হয়েছে। এর আগেও বহু মানুষ তার এই মহৎ উদ্যোগের প্রচার করেছেন। মুম্বাইয়ের রাস্তায় তিনি চেনামুখ। তবে এই ব্যক্তি কখনোই প্রচারের জন্য এমন কাজ করেন না। তিনি মুম্বাইয়ের রাস্তার গর্ত ভরাট করেন মনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। এবার ভারতীয় দলের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের টুইটে আরও একবার ভাইরাল হয়েছেন দাদারাও। রাস্তায় গর্তের জন্য ২০১৫ সালে একমাত্র ছেলেকে হারিয়েছিলেন দাদারাও। ১৬ বছর বয়সী ছেলেকে হারানোর সেই কষ্ট এখনো বুকে নিয়ে ঘুরে বেড়ান এই মানুষটি। তারপর থেকেই নিজের উদ্যোগে রাস্তায় থাকা গর্ত ভরাট করে দেন, যাতে আর কোনো মা-বাবা তাদের সন্তানকে না হারান! দাদারাও এই কাজটি করেন সম্পূর্ণ নিজের উদ্যোগে। যদিও দায়িত্বটা স্থানীয় সরকারের। লক্ষণের টুইটের পর মুম্বাইয়ের জনগন শহরের হর্তাকর্তাদের সমালোচনায় মেতেছেন। লক্ষণ টুইটারে লিখেন, 'দাদারাো একমাত্র ছেলেকে হারিয়েছিলেন দুর্ঘটনায়। মুম্বাইয়ের রাস্তায় গর্ত থাকার জন্যই তার ছেলে দুর্ঘটনার শিকার হয়েছিল। একটা সময় ছেলেকে হারানোর শোকে তিনি ভেঙে পড়েছিলেন। তারপরই তিনি এই মহৎ উদ্যোগ নিতে শুরু করেন। সিমেন্ট, বালি, সুড়কি দিয়ে তিনি মুম্বাইয়ের রাস্তার গর্ত ভরাট করেন চলেছেন দিনের পর দিন। তার প্রশংসা করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়।'
Blogger দ্বারা পরিচালিত.