‘কুম্ভকর্ণের গ্রাম’, যেখানে টানা ৬দিন ঘুমিয়ে থাকে সবাই
Odd বাংলা ডেস্ক: এ যেন গল্পের মতো আবহ। দিনের পর দিন ঘুমিয়ে রয়েছে গ্রামের মানুষরা। একটানা ৫-৬ দিন! আচমকাই ঘুমিয়ে পড়ছে তারা। পথে চলতে চলতেও এসে যাচ্ছে ঘুম।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই বিচিত্র গ্রামটির নাম কালাচি। কাজাখস্তানের প্রত্যন্ত এই গ্রামটিতে এমন সমস্যা দেখা দিয়েছে বছর চারেক ধরে। আচমকাই সেখানকার মানুষদের পেয়ে বসেছে কালঘুমে। তবে শেষ পর্যন্ত এমন ঘুমে কারও মৃত্যু হচ্ছে না। বেশ কয়েকদিন পরে আচমকাই ভেঙে যাচ্ছে ঘুম। তবে সবার ক্ষেত্রে নয়, বিশেষ কিছু মানুষেরই এমন অভিজ্ঞতা হচ্ছে। কেবল ঘুম নয়, ঘুম থেকে উঠে আশ্চর্য সব দৃষ্টি বিভ্রমের কথা জানিয়েছেন তাঁরা। কেউ কেউ অন্যের দিকে তাকিয়ে তৃতীয় নয়ন খুঁজে পেয়েছেন! কেউ বা আরও অদ্ভুত কিছু দেখেছেন। এমনকী, চিকিৎসকরাও হতবাক হয়ে গিয়েছেন।
তবে শেষ পর্যন্ত সামনে এসেছে আসল কারণ। কোনও অলৌকিক ঘটনা নয়, এ পিছনে সম্ভবত আসল ‘ভিলেন’ তেজস্ক্রিয়তা। ওই গ্রামের কাছেই রয়েছে ইউরেনিয়ামের খনি। সেই খনি থেকে ঘটা তেজস্ত্রিয়তার কারণেই এমন আশ্চর্য ঘুমের পাল্লায় পড়েছেন কালাচি গ্রামের বাসিন্দারা।
Post a Comment