সারা জীবনে মাত্র একবার স্নান করেন এই দেশের মহিলারা



Odd বাংলা ডেস্ক: শিরোনাম শুনে অনেকেই চমকে উঠবেন, হ্যাঁ সেটা স্বাভাবিক ব্যাপার। একদিন না স্নান করলে আমাদের অস্বস্তি হয়। বিশেষ করে গরমকালে, একাধিক বার স্নান করা হয়। যদিও অনেকেই শীতের সময় স্নানে ভয় পান কিন্তু গরম জল হলেও স্নান করেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে স্নান করা খুবই প্রয়োজন। কিন্তু উত্তর নামিবিয়ার কুইন প্রদেশে এক উপজাতি রয়েছে যাদের মহিলাদের নাকি জল ছোঁয়া বারণ। এমন কি জামা কাপড় কাচা-ও বারণ। অথচ এদের রূপ সৌন্দর্য কিন্তু অসামান্য। তাহলে প্রশ্ন উঠতেই পারে এঁরা শরীর পরিষ্কার রাখেন কী ভাবে? জানা গিয়েছে এরা বিভিন্ন প্রজাতির গাছের পাতা ছোট ছোট শাখা প্রশাখা থেকে নিজেদের রূপ যৌবন লাবণ্য ধরে রাখেন। গাছের পাতা পুড়িয়ে সেই ধোঁয়ায় সারা শরীর পরিষ্কার রাখেন। আর যখন ঘেমে যান তখন কম্বল দিয়ে ধোঁয়া সহ গোটা শরীরটাকে ঢেকে দেন আর এ ভাবেই তাঁরা স্নান না করা সত্ত্বেও সারা জীবন সৌন্দর্য ধরে রাখেন।
Blogger দ্বারা পরিচালিত.