পৃথিবীর মতো এই গ্রহেও আছে জল


Odd বাংলা ডেস্ক: মহাজগতের আরও এক নতুন তথ্য সামনে এল সম্প্রতি। নাসার ক্যাসিনি স্পেসক্রাফ্‌ট থেকে পাওয়া তথ্য বলছে যে, পৃথিবীতে সমুদ্রের যেমন একটি গড় উচ্চতা রয়েছে, তেমনই, শনিগ্রহের চাঁদ, টাইটান-এও রয়েছে এমন গড় উচ্চতা। অর্থাৎ, আমাদের সৌরজগতে, পৃথিবী ছাড়া কেবলমাত্র টাইটানের পৃষ্ঠেই রয়েছে ‘স্টেবল লিকুইড’ বা ‘স্থিতিশীল জলীয় পদার্থ’। টাইটানের সমুদ্র বা হ্রদে জলের বদলে রয়েছে হাইড্রো-কার্বন। টাইটানের সমুদ্রতলে রয়েছে কিছু শক্ত জৈব উপাদান। টাইটানের সমুদ্রতলের এই হাইড্রো-কার্বন, জলের মতোই বয়ে চলে। এর ফলে আশপাশের হ্রদ বা সাগরগুলির সবারই পরস্পরের সঙ্গে যোগ রয়েছে। নিউ ইয়র্কের কর্নেল ইউনিভারসিটির বৈজ্ঞানিক অ্যালেক্স হায়েজ এই গবেষণা প্রকাশ করেছেন একটি সায়েন্স জার্নাল, ‘জিওফিজিকাল রিসার্চ লেটার’-এ। সেখানেই উল্লেখ করা হয়েছে যে, টাইটানের মহাকর্ষের ফলেই সাগরজল একটি কনস্ট্যান্ট উচ্চতায় পৌঁছয়। একই ভাবে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই ওঠা-নামা করে সমুদ্রপৃষ্ঠ।
Blogger দ্বারা পরিচালিত.