এই রাশিয়ান দম্পতি হিন্দু ধর্ম গ্রহণ করেছে, দুবেলা আহ্নিক ও নিরামিষ আহারেই জীবন কাটে তাদের



Odd বাংলা ডেস্ক: ওলগা ও অ্যালেক্সার জন্ম ইউক্রেনে। ১৯৯৪ সালে ভারত ও ভারতের জীবনদর্শন জানতে তারা ভারতে আসে। বদ্রীনাথ, বেনারস, গয়া-কাশী সমস্ত তীর্থস্থান ঘুরে বেড়ায় তারা। আর সেখানেই একটু একটু করে এই দেশের জীবন দর্শন সম্পর্কে তারা জানতে পারে। 

ক্রমে ভারতীয় সভ্যতার প্রতি তাদের বিশেষ অনুরাগ দেখা দেয়। নিজের দেশে গিয়ে তারা ঠিক করে সনাতন ধর্মের মতো করেই নিজেদের জীবনযাপন করবে। বাড়িতে একটি শ্রীকৃষ্ণের ঠাকুরঘর তৈরি করে ওলগা ও অ্যালেক্স। প্রতিদিন আহ্নিক ও সন্ধ্যারতি করে তারা। ভারতীয় সভ্যতার প্রতি তাদের এই অনুরাগ অনেক ভারতীয়কেই অবাক করে দেয়। প্রত্যেক বছর জন্মাষ্টমিতে সেই দেশে বসবাসকারী অনেক  খ্রীষ্টান, মুসলিম, ইহুদিদের ডেকে বাড়িতে প্রসাদ খাওয়ায় তারা। 
Blogger দ্বারা পরিচালিত.